ক্রিকেট ইতিহাসে ব্যাট-বলের লড়াইয়ে সবসময় মজে থাকেন ক্রিকেট প্রেমীরা।বিশেষজ্ঞরা বোলিংকে একটা শিল্প হিসাবে চিহ্নিত করে এসেছেন।বোলারের নৈপুন্য ও সৃজনশীলতা দলকে প্রত্যাশিত উইকেটটি এনে দিতে পারে।বল হাতে দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি কোনও রেকর্ড স্পর্শ করতে পারলে বিশেষভাবে উজ্জীবিতে হয়ে থাকেন বোলাররা। রবিবার তেমনই একটি রেকর্ড গড়লেন ভারতীয় দলের তারকা স্পিনার রবীচনন্দ্রন অশ্বীন। বিশ্ব ক্রিকেটে সবাই […]