IPL 2023: লাগাতার ম্যাচ হেরে মন খারাপ ওয়ার্নারদের, রাগের মাথায় ব্যাট ভাঙ্গলেন পৃথ্বী শ !!

বেশ জমে উঠেছে এই বছরের আইপিএল ১৬ (IPL 2023) তম সিজিনের প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে একেরপর এক ক্লাইম্যাক্স । ম্যাচের শেষ বলে আসছে ম্যাচের রিপোর্ট । গত দুই তিন বছরে এই ধরনের পরস্পর হাই ভোল্টেজ ম্যাচ দেখা যায়নি। এ বছর IPL-এর ম্যাচগুলো বেশ উপভোগ করছে দর্শকেরাও । গত বছরের মতই রাজস্থান দল বেশ দুরন্ত প্রদর্শন […]