আবার মহা সমস্যয় সম্মুখীন কেকেআর, কী হল এমন জেনে নিন

আর কয়েকদিন পেরোলেই শুরু হবে ভারতের বিলাসবহুল ক্রিকেট লিগ আইপিএল। এক সপ্তাহ আর বাকি নেই তাতে। প্রতিটা ফ্রাঞ্চাইজি অনুশীলনে মন দিয়েছে। যেমনটা দিয়ে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররাও। এত কম সময়ের ব্যবধানে আবার নতুন করে সমস্যায় পড়ল কলকারা নাইট রাইডার্স। আইপিএলে প্রথমদিকের ম্যাচে দেখতে পাওয়া যাবেনা ডোয়েন ব্রাভোকে পাঁচদিন হল ইডেন গার্ডেন্সে কেকেআরের অনুশীলন […]