আর কয়েকদিনের মধ্যে নতুন বছরকে স্বাগত জানাতে চলেছে গোটা বিশ্ববাসী।ক্রিকেট দুনিয়াও তার ব্যাতিক্রম নয়।আসন্ন বছরেও দারুন আর্কষক কিছুর প্রত্যাশায় রয়েছে আপামর ক্রিকেট বিশ্বও।তবে দুঃখের বিষয়, সেই সবের সাক্ষি থাকতে পারবেন না বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার। এই খেলাটির কয়েকজন নামী তারকারা এই বছর (২০১৬) আমাদের ছেড়ে পরলোকগমন করেছেন।তঁারা আর না থাকলেও, এ পৃথিবীতে চিরকাল থেকে […]