চোট পেয়ে বেশিরভাগ খেলোয়াড় দলের বাইরে বসে। বিরাট কোহলি বা এবি ডিভিলিয়ার্স চোট থেকে উঠেই কতটা স্বাভাবিকভাবে খেলতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। তবুও আরসিবি বিপক্ষকে হারানোর ক্ষমতা রাখে, এমনটাই মত কেকেআরের মিডল ওর্ডার ব্যাটসম্যান ক্রিস লিনের। তাঁর মতে আরসিবি দলটাই এবছর তৈরি হয়েছে বিপক্ষকে হারানোর জন্য। বিরাট কোহলি না থাকায় লাভ হয়েছে সানরাইজার্সের, মানলেন […]