IPL Final: রিজার্ভ ডে’তে থেমেছিলো আন্তর্জাতিক কেরিয়ার, MS ধোনির IPL-এর শেষটাও কি একইভাবে? তুঙ্গে জল্পনা !!

IPL 2023: গত ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। প্রায় দুই মাসের জবরদস্ত লড়াই শেষে দশ দলের মধ্যে বিদায় নিয়েছে আট দল। খেতাবী যুদ্ধে টিকে রয়েছে সেই গুজরাত  চেন্নাই’ই। যে ম্যাচ দিয়ে মরসুম শুরু হয়েছিলো, মরসুমের শেষটাও হবে তাদেরই হাত দিয়ে। অপরিবর্তিত থেকে যাচ্ছে […]