IPL Final: একটা টি-২০ ম্যাচের দৈর্ঘ্য কত হতে পারে? ঘন্টা তিনেক? বা খুব বেশী হলে সাড়ে তিন ঘন্টা? কিন্তু অবিশ্বাস্য ঘটনা দেখা গেলো আইপিএলের ফাইনালে। তিন ঘন্টার ম্যাচ গড়ালো তিন দিনে। রবিবার হওয়ার কথা ছিলো খেলা। তা শেষ হতে হতে হয়ে গেলো মঙ্গলবার। আহমেদাবাদে বারবার ভিলেন হয়ে দেখা দিলো বৃষ্টি। বরুণদেবের রোষানলে পড়ে বেশ কয়েকবার […]