ইদানিং সময়ের ভারত ও অস্ট্রেলিয়ার সিরিজে খুব একটি উত্তেজনাসুলভ মুহুর্ত দেখা যায় না। সেই আগ্রাসন, সেই স্লেজিং আজ হারিয়ে গিয়েছে দুই দলের ক্রিকেটারদের মধ্যে, সৌজন্য আইপিএল। চলতি অস্ট্রেলিয়া সফরে দুই দলের ক্রিকেটারদের মধ্যে কার্যত বন্ধুসুলভ আচরণই চোখে পড়েছে, যা নিয়ে কিছুটা হলেও হতাশ সনাতনী ক্রিকেটপ্রেমীরা। তারা চান বাকযুদ্ধ, অঙ্গভঙ্গির খেলা। আর এবার সেই উত্তেজক মুহুর্তই […]