আবার এক আন্তর্জাতিক বোলারের ওপর বোলিং নিষেধাজ্ঞা জারি হল। এবারের এই নিষেধাজ্ঞার আওতায় পড়লেন জিম্বাবুয়ের ২৬-বছর বয়সী বামহাতি পেসার ব্রায়ান ভিটোরি। গত ১২ই ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ে হওয়া বোলিং পরীক্ষায় অসফল হন ভিটোরি। সেই পরীক্ষায়, বোলিং করার সময় ভিটোরির কনুই ১৫ ডিগ্রীর বেশী প্রশস্ত ছিল এবং এই কারণে আইসিসি ভিটোরির বোলিং-এ নিষেধাজ্ঞা জারি করল। […]