শুক্রবার ভারতীয় বোলারদের বেশ ঘাম ছোটাতে হয়েছে চিপকের এই পাটা পিচে। একেই পিচে সেরকম কিছু নেই, তাঁর উপর জো রুট ও ডম সিবলির দুরন্ত ২০০ রানের পার্টনারশিপ, ফলে প্রথম দিনের শেষে ইংল্যান্ড কার্যত ফ্রন্টফুটে। আর গতকাল ভারতীয় বোলারদের জন্য অত্যন্ত কঠিন একটি দিন গিয়েছে, তা বলাই যায়। এবার গতকালের এই কঠিন দিন নিয়ে বক্তব্য রেখেছেন […]