এদিনই রাজকোটে টিম গুজরাট লায়ন্সের বিরুদ্ধে তাদেরই মাঠে একটি দূর্দান্ত ম্যাচ খেললো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।চলতি আইপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে এমনিতেই পড়ে রয়েছে এই হেভিওয়েট দল দুটি।দলে একাধিক তারকা ক্রিকেটারদের উপস্থিতির সত্ত্বেও এবারের আইপিএলে সেভাবে নিজেদের জাত চেনাতে পারেনি আরসিবি।এনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চার ম্যাচে হার স্বীকার করা এই দলটি সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি। […]