“বিয়ের পর বিরাট কোহলি অনেকটা…” বিরুষ্কার রসায়ন নিয়ে মুখ খুললেন ‘প্রিয় বন্ধু’ ঈশান্ত শর্মা !!

মাঠ হোক বা মাঠের বাইরে, বিরাট কোহলি (Virat Kohli) বরাবরই থাকেন সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেরিয়ারের গোড়ার দিকে কোহলিকে বরাবর দেখা গিয়েছে আগ্রাসী মনোভাব সঙ্গে করে মাঠে নামতে। বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীও প্রতিপক্ষকে উপহার দিতে রাজী হন নি তিনি। কখনও মাঠে বিপক্ষের ক্রিকেটারদের কটূক্তি করে আবার কখনও প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি করে […]