চলতি আইপিএল এ অত্যন্ত খারাপ পারফর্মেন্স ছিল রাজস্থান রয়্যালসের। পরপর দুই ম্যাচ জিতে শুরু করার পর যেন জিততেই ভুলে গিয়েছিলেন তারা। শেষ অবধি মাত্র ছয় ম্যাচ জিতে বাজে রান রেটের দরুণ চেন্নাই সুপার কিংসের নীচে লিগ তালিকার একেবারে অন্তিম স্থানে শেষ করে রাজস্থান রয়্যালস। এই অবস্থায় আগামী মরশুমে নামার আগে বেশ বড়সড় দলবদল করতে চলেছে […]