২০১৬ একদিনের আন্তর্জাতিকে সেরা ১০ ব্যাটিং গড় (নুন্যতম ১০ ইনিংস)

২০১৬ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ক্রিকেটাররা নিজেদের অসাধারণ ব্যাটিং ফর্ম দেখিয়েছেন। তাঁদের মধ্যে সেরা ১০ গড় অর্জন করা ব্যাটসম্যানদের (নুন্যতম ১০টি একদিনের আন্তর্জাতিক ইনিংস খেলেছেন) নিয়ে সংক্ষেপে আলোচনা করা হল এই প্রবন্ধে। ১০। সারফরাজ আহমেদ (পাকিস্তান) – ৫৪.৬৬ ২৯-বছর বয়সী পাকিস্তানী উইকেটরক্ষক সারফরাজ আহমেদ ২০১৬-তে ব্যাট হাতে যথেষ্ট ভাল ফর্মে ছিলেন। ২০১৬-তে মোট ১১টি […]