ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার পার্থিব প্যাটেল বুধবার অবসর ঘোষণা করে। তার অবসর নেওয়ার ঘোষণা যেখানে কিছু মানুষকে ধাক্কা দিয়েছে, তো অন্যদিকে বেশকিছু ইউজার তাঁকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভকামনাও জানিয়েছেন। এর মধ্যে ভারতের বেশকিছু প্রাক্তন তারকাও রয়েছেন যারা অবসরের পর পার্থিবকে শুভেচ্ছা জানিয়েছেন। পার্থিব প্যাটেল ক্রিকেট কেরিয়ার থেকে নিলেন অবসর পার্থিব প্যাটেল শেষবার ২০১৮য় দক্ষিণ […]