OMG!…কাঁধের ইনজুরিতে ছিটকে গেলেন ম্যাসন ক্রেন!

ইনজুরির কবলে পড়ে ইংল্যান্ড ও হ্যাম্পারশায়ার স্পিনার ম্যাসন ক্রেন পুরো সিজনের জন্য ছিটকে গেছেন। ইনজুরি সমস্যা ক্রেনের জন্য নতুন কিছু নয় কারন এর আগেও নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়তে হয়েছিল ঠিক একই কারনে। ইনজুরি যেন এক প্রকার অভিশাপ হয়েই দড়িয়েছে এই তরুণ ক্রিকেটারের জন্য। রয়েল লন্ডন ওয়ানডে কাপের ফাইনালে কেন্টের বিপক্ষে পেইন কিলার নিয়ে […]