IPL2020: বিতর্কের মধ্যে সুনীল গাভাস্কার বললেন এই মরশুমে কত রান করবেন বিরাট কোহলি

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারের বক্তব্য যতই আরসিবির অধিনায়ক বিরাট কোহলির শুরুটা ভালো না হোক, কিন্তু তিনি এই মরশুমের শেষে ৪০০-৫০০ রান করবেন। গাভাস্কার বলেন যে বিরাট ক্লাস ব্যাটসম্যান আর এটা সকলেই জানেন। যদি ও শুরুর তিনটি ম্যাচে রান না করে থাকে তাতে কী হয়েছে, ও এই উচ্চতার ব্যাটসম্যান যে ও প্রত্যাবর্তন করবে আর […]