রোহিত শর্মা অধিনায়কত্বে ভারতীয় দল এশিয়া কাপ ২০১৮র উপর নিজেদের কব্জা করেছে। ভারত বিরাট কোহলির অনুপস্থিতিতেও দারুণ প্রদর্শন করে একটিও ম্যাচ হারে নি। আফগানিস্থানের বিরুদ্ধে ম্যাচ টাই অবশ্যই হয়েছে কিন্তু ওই ম্যাচে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলেন নি। এশিয়াকাপ শুরু হওয়ার আগে বিরাটের অনুপস্থিতিতে দলকে কমজুরি মনে করা হচ্ছিল। রোহিত শর্মা না শুধু নিজের […]