সানরাইজার্স হায়দ্রাবাদ এই আইপিএলে অভ্যেস বানিয়ে ফেলেছে লো স্কোরিং টোটালকে ডিফেন্ড করার, এবং এই ম্যাচে ফের তারা কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দিল। হায়দ্রাবাদ বোলাররা আরও একবার তাদের কাজটা দুর্দান্তভাবে করে বিপক্ষের মিডল অর্ডারকে তছনছ করে দেয়, এবং সেই সময় ১৩২ রানকে দেখে মনে হচ্ছিল পাঞ্জাব বোধহয় ১৮০ রান তাড়া করতে নেমেছে। রশিদ খান লেগ স্পিনারদের […]