পাকিস্থানে এমএস ধোনির প্রসংসকের সংখ্যা রয়েছে বড় মাত্রায়, আর এই কথার খোলসা পাকিস্থানের অধিনায়ক সরফরাজ আহমেদের স্ত্রী সৈয়দা খুশবখতও নিজের এক বয়ানে করেছেন। এমএস ধোনি এমন একজন ক্রিকেটার যিনি খালি ভারতে নন বরং পুরো ক্রিকেট বিশ্বেই যথেষ্ট লোকপ্রিয়। জানিয়ে দিই, যে যতটা ভালোবাসা ধোনিকে ভারতে দেওয়া হয় ততটাই ভালোবাসা তাকে অন্য দেশগুলিও দেয়। পাকিস্থানেও বড় […]