ক্রিকেটের দুনিয়ায় সবচেয়ে সফল অধিনায়কদের মধ্যে একজন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট মাঠে না জানি কত অগুনতি রেকর্ড করেছে , আর তার এই কৃতিত্বের কারণে তার জীবন আধারিত সিনেমা ‘ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ তৈরি হয়েছিল। এই ফিল্মে ধোনির জীবনের ব্যাপারে, তার শৈশবের ব্যাপারে জানানো হয়েছিল যে ধোনি কতটা মেহনত আর খেলার প্রতি প্যাশন […]