আইপিএলের রোমাঞ্চের পরাকাষ্ঠা ভারতের ক্রিকেট প্রেমী মাত্রেই জানেন। সারা বছর ধরে ভারত সহ বিশ্বের প্রায় সমস্ত মানুষই অপেক্ষা করে থাকেন এই আইপিএল উৎসবের জন্য। আগামী মরশুমের আইপিএল শুরু হতে আরো বেশি দেরীও নেই। যদিও আগামী মরশুমের আইপিএল শুরুর ডেট এখনো সামনে আসেনি। ফলে স্মৃতির স্মরণীয় বেয়ে আমরা এখন চলেছি গত আইপিএল অর্থাৎ আইপিএল ২০১৯ এর […]