এশিয়া কাপ ২০১৮: আফগানিস্থানের অধিনায়ক নিজের স্পিনার্সদের দিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পুরো শ্রেয়

এশিয়াকাপে গতকাল শ্রীলঙ্কার লড়াই আফগানিস্থানের সঙ্গে হয়েছে। আফগানিস্থান শ্রীলঙ্কাকে এশিয়া কাপ ২০১৮র তৃতীয় ম্যাচে জয়ের জন্য ২৫০রানের লক্ষ্য দেয়। শ্রীলঙ্কা গতকাল দলে দুটি বড় পরিবর্তন করে। আফগানিস্থান খাড়া করে মজবুত স্কোর এই ম্যাচে আফগানিস্থানের রহমত শাহের হাফ সেঞ্চুরির সৌজন্যে সম্মানজনক স্কোর দাঁড় করায়। ওপেনার এহসানুল্লাহ জনত ৪৫ রানের দারুণ ইনিংস খেলেন। অন্যদিকে ডু অর ডাই […]