আইপিএলের ধরণে দক্ষিণ আফ্রিকাতে মঞ্জাসি সুপার লীগের আয়োজন হচ্ছে। এই লীগে বেশ কিছু বড়ো খেলোয়াড়ও খেলছেন। যেমন এবি ডেভিলিয়র্স, ইমরান তাহির, কাগিসো রাবাদা, হাসিম আমলা। এই সিরিজের উপর আইপিএলের বেশ কিছু দল নিজেদের নজর রেখেছে। যাতে তারা কিছু বড় খেলোয়াড় পেয়ে যান। লাগাতার দুটি সেঞ্চুরি করে এই খেলোয়াড় পেশ করেছেন দাবী মঞ্জাসি সুপার লীগে জোজি […]