ভারতীয় ক্রিকেট দলের জোরে বোলার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান গত কিছু মাস ধরে নিয়মিত শিরোনামে উঠে এসেছেন। মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানকে ২০১৮র আগে খুব কম মানুষই চিনতেন, কিন্তু ২০১৮র শুরুর দিকে হাসিন শামির উপর একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেন আর তারপর থেকে নিয়মিত তিনি আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। হাসিন জাহান আবারো এলেন […]