আইপিএল ২০২০: বেশকিছু তারকা খেলোয়াড়দের বেস প্রাইস এলো সামনে, দেখে নিন সম্পূর্ণ তালিকা

আইপিএল ২০২০র নিলামের আগে সমস্ত আইপিএল ফ্রেঞ্চাইজি নিজেদের দলের রিটেন এবং রিলিজ করা খেলোয়াড়দের তালিকা ১৫ নভেম্বর প্রকাশ করে দিয়েছিল। এখন সমস্ত আইপিলে দলগুলির নজর ১৯ ডিসেম্বর কলকাতায় হতে চলা নিলামের দিকে রয়েছে। এই নিলামে সারা বিশ্বের খেলোয়াড়রা অংশ নিতে চলেছেন। ৭১৩জন ভারতীয় আর ২৫৮জন বিদেশী খেলোয়াড়রা করালেন পঞ্জীকরণ আইপিএলের ১৩তম সংস্করণের হতে চলা নিলামের […]