RRvsKXIP: বাটলারকে আউট করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাইফ, মর্গ্যান,স্টেইনের মত তারকারা অশ্বিনকে করলেন তিরস্কার

রাজস্থান রয়্যালস আর কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে খেলা ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাব ১৪ রানের ব্যবধানে জিতে নিয়েছে। যদিও তাদের এই জয় যথেষ্ট বিতর্কিত হয়ে গিয়েছে। আসলে এই ম্যাচে অশ্বিন জোস বাটলারকে মঙ্কেডিড নিয়মের অনুসারে আউট করেন। যদিও এই আউট স্পোর্টসম্যান স্পিরিটের একদম বিপরীত ছিল। অশ্বিনের হচ্ছে সমালোচনা রাজস্থান রয়্যালসের ১৩তম ওভারে অশ্বিনের বোলিংয়ের সময় ননস্ট্রাইকার […]