২০১৪ সাল থেকে যজুবেন্দ্র চহেল আরসিবির হয়ে খেলেন। আরসিবির হয়ে এই খেলোয়াড় নিয়মিত ভালো প্রদর্শন করেছেন আর নিজের জায়গা ভারতীয় দলে তৈরি করে ফেলেছেন। আজ এই স্পিনার ভারতীয় দলের প্রধান স্পিনারদের মধ্যে একজন। কিছু মাস আগেই তিনি ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেনার এই দুজনে নিজেদের বিবাহিত জীবনে যথেষ্ট সুখী। ধনশ্রী বর্মা একজন ভীষণই ভাল […]