MIvsRR: পরপর তৃতীয় হারের পর স্টিভ স্মিথ জানালেন কবে দেখা যাবে বেন স্টোকসকে দলে

আবুধাবির মাঠে আজ মুম্বাই ইন্ডিয়ান্স আর রাজস্থান রয়্যালসের দল মুখোমুখি হয়েছিল। যেখানে রোহিত শর্মা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। যারপর মুম্বাই ইন্ডিয়ান্সের দল সূর্যকুমার যাদবের ইনিংসের দমে ২০ ওভারে ১৯৩ রান করে। এই লক্ষ্য তাড়া করতে পারেনি রাজস্থান রয়্যালসের দল আর স্টিভ স্মিথের এই ভুলে এই ম্যাচ ৫৭ রানে হারতে হয় রাজস্থানকে। এই […]