UAE তে হওয়ার কথা ছিল আইপিএল ২০২০, এখন বিসিসিআইয়ের তরফে এলো অফিসিয়াল বয়ান

ক্রিকেট জগতের সবচেয়ে বড়ো পয়সাবহুল টি-২০ ক্রিকেট লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আয়োজনের সমস্ত বন্ধ দরজা খুলে গিয়েছিল। আইপিএলের আয়োজন এমনিতে আগে তো মার্চ থেকে মে পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস আইপিএলকে হতে দেয়নি। যারপর এখন আরও একবার যখন মাঠে ক্রিকেট ফিরে এসেছে তো বিসিসিআইয়ও আইপিএল করানোর জন্য প্রস্তুত। আইপিএলের ইউএই-তে হওয়ার উপর পড়ে […]