ভারতীয় দল এই সময় নিউজিল্যাণ্ডে ওয়ানডে সিরিজ খেলছে। এই সিরিজে এখন ভারতীয় দল ২-০ ফলাফলে এগিয়ে রয়েছে। কিন্তু গতবার ২০১৪র সফরে তারা ৪-০ ফলাফলে হারের মুখ দেখেছিল। সেই সিরিজে ভারতীয় ব্যাটিং আর বোলিং যথেষ্ট খারাপ হয়েছিলার সেই কারণে তারা হারের মুখে পড়েছিল। ওপেনিং ব্যাটসম্যান শিখর ধবন আর রোহিত শর্মাকে সেই সিরিজে লাগাতার সুইং বোলিংয়ের সামনে […]