ব্রেণ্ডন ম্যাকুলাম আর মার্ক ওয়ার পছন্দ হয়নি মাইকেল ভনের টুইট, ভারতের প্রশংসা নিয়ে দিলেন এই জবাব

অস্ট্রেলিয়ার দল স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারের ফিরে আসার পর শক্তিশালী হয়ে গিয়েছে। যারপর অ্যাসেজের পর এই দল টেস্ট ক্রিকেটে আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। নিজেদের দেশে পাকিস্তান আর এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলার পর মাইকেল ভন একটি বয়ান দিয়েছিলেন। যার এখন ম্যাকুলাম আর মার্ক ওয়া জবাব দিয়েছেন। ব্রেন্ডন ম্যাকুলাম দিলেন মাইকেল ভনের টুইটের […]