#TOP5: একটানা সবচয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা ৫ জন ক্রিকেটার

ক্রিকেটের রাজকীয় লড়াই হিসেবে পরিচিত টেস্ট ক্রিকেট। লঙ্গার ভার্সনের এই খেলায় দীর্ঘ ৫ দিন ধরে চলে ব্যাট বলের ঠোকাঠুকি। টেস্ট ম্যাচ খেলার জন্য যেমনি প্রয়োজন শারীরিক সক্ষমতার তেমনি মানসিক চাপও সামাল দেওয়া জরুরি। তাই অনেক ক্রিকেটারই টানা টেস্ট ম্যাচ খেলতে পারেন না। তবে আবার কিছু ক্রিকেটার আছে যারা টানা খেলে গেছেন। দেখে নেওয়া যাক এমন […]