শ্রীলঙ্কার এই খেলোয়াড়কে ৯ কোটি টাকাতেও কিনতে তৈরি ছিল আরসিবি, ৫০ লাখে করল শামিল

এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে বেশি চর্চা ক্রিকেট জগতের সবচেয়ে বড়ো টি-২০ লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের হচ্ছে। আইপিএলের ত্রয়োদশ মরশুমের শুরু হতে এখনো দীর্ঘ সময় বাকি রয়েছে। এখনো প্রায় তিন মাসের বেশি সময় রয়েছে আইপিএলের কিন্তু সম্প্রতি আগামী মরশুমের জন্য হওয়া নিলামের কারণে এই লীগের আলোচনা জোরদার হয়ে চলেছে। নিলামে প্রত্যেকের নজরে ছিল আরসিবির দলের […]