মহম্মদ শামি সম্প্রতিই ভারতীয় দলের হয়ে ভাল বোলিং করছিলেন, কিন্তু তারপরও তাকে দলের বাইরে থাকতে হয়। এর পাশাপাশি তার সঙ্গে এখন এমন কিছু ঘটল যাতে সকলেই ভীষণ অবাক হয়ে গিয়েছেন। মহম্মদ শামি নাম গত কিছুদিন ধরে বির্তকের মধ্যে ছিল। তার উপর তার স্ত্রী পারিবারিক হিংসার অভিযোগ করেছিলেন। আমেরিকা আটকাল মহম্মদ শামির ভিসা ভারতীয় দলের সিনিয়র […]