স্টেইনের আহত হওয়ার পর এই জোরে বোলারকে দলে শামিল করতে পারে আরসিবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে প্রত্যেকেই খেলতে চান। এই পয়সাবহুল টি-২০ লীগে বেশ কিছু দক্ষিণ আফ্রিকান প্লেয়ার নিজেদের জৌলুস দেখিয়েছেন যার মধ্যে একজন হলেন স্পিডস্টার ডেল স্টেইন। ডেল স্টেইনের বোলিং আইপিএলে বেশ কিছু মরশুম পর্যন্ত নিজের ছাপ ফেলেছে। ডেল স্টেইনকে এই মরশুমে আরসিবি নিয়েছিল দলে কিন্তু ডেল স্টেইনকে তার আন্তর্জাতিক কেরিয়ারের মতই আইপিএলেও চোট যথেষ্ট সমস্যায় ফেলেছে। […]