ভারত আর পাকিস্থানের মধ্যে গতকাল এশিয়া কাপের পঞ্চম ম্যাচ খেলা হয়েছে। ভারত এই ম্যাচ আট উইকেটে জিতে নেয়। ম্যাচে টস জিতে পাকিস্থান অধিনায়ক সরফরাজ আহমেদ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ভারত এই ম্যাচে দলে দুটি পরিবর্তন করে। শার্দূল ঠাকুর আর খলিল আহমেদকে বিসিয়ে তাদের জায়গায় দলে ফেরানো হয় হার্দিন পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহকে। পাকিস্থানের দুই […]