বিরাট কোহলি আর মিচেল জনসনের মধ্যে অম্লমধুর সম্পর্কের ব্যাপারে এখন আর কোনোকিছুই গোপন নেই। যেখানে ভারতীয় অধিনায়ককে মিচেল জনসনের ব্যাপারে প্রায় কিছুই বলতে দেখা যায় না, সেখানে সুযোগ পেলে কোনো সুযোগই ছাড়তে দেখা যায় না অস্ট্রেলীয় জোরে বোলারকে। এই দুই তারকা মধ্যে ঝামেলার প্রথম সূত্রপাত হয়েছিল ২০১৪র টেস্ট সিরিজ চলাকালীন। আবারো বিরাট কোহলিকে কটাক্ষ করলেন […]