INDvsENG: বেরচ্ছিল রক্ত, তাও ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং করছিলেন মহেন্দ্র সিং ধোনি

আইসিসি বিশ্বকাপ ২০১৯ যেমন যেমন ফাইনালের দিকে এগোচ্ছে তেমন তেমনই টুর্নামেন্ট আরো রোমাঞ্চকর হয়ে চলেছে। লাগাতার পাঁচটি ম্যাচে জয় হাসিল করে ফেলা টিম ইন্ডিয়ার বিজয় রথের লাগাম লাগিয়েছিল ঘরের দল ইংল্যাণ্ড। রবিবার ইংলিশ খেলোয়াড়রা প্রথমে তো ভারতীয় বোলারদের বলকে ধুয়ে দেন। ফের যখন ব্যাটিং করতে নামে ভারতীয় দল তো ভীষণই স্লো শুরু করে আর শেষপর্যন্ত […]