জীবনসঙ্গিনী জীবনের প্রত্যেকটি বাঁকে নিজের সঙ্গীকে সঙ্গ দেন। কিন্তু মহম্মদ শামির জীবনে তার স্ত্রীর কারণে চড়াই-উতড়াত না জানে কবে শেষ হবে। গত বছর থেকে মহম্মদ শামির ঘরোয়া জীবনে যথেষ্ট সমস্যা দেখা দিয়েছে। এই মুহূর্তে শামি বিশ্বকাপ খেলার জন্য ইংল্যাণ্ডে রয়েছেন। আর এখানে তার স্ত্রীর তার বিরুদ্ধে বয়ান এখনো বজায় রয়েছে। মহম্মদ শামি আফগানিস্তানের বিরুদ্ধে করেছিলেন […]