ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার দলের সঙ্গে খেলা হওয়া গাবা টেস্ট ম্যাচ ৩ উইকেটে জিতে দ্বিতীয়বার বর্ডার-গাভাস্কার ট্রফির দখল নিয়ে ফেলেছে। শেহশ ম্যাচে ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ অসাধারণ ব্যাটিং করে ৮৯ রান করেন আর ভারতকে ৩ উইকেটে জয়ে এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ব্রিসবেনের নাম রাখা হোক পন্থ নগর Kyun nahin, @RishabhPant17 . […]