আজকাল ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান আর ভারত রত্নে সম্মানিত শচীন তেন্ডুলকরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভীষণই ভাইরাল হয়ে চলেছে।এই ছবিতে শচীনকে ভারতীয় জনতা পার্টিতে শামিল হওয়া কোনো নেতার মতো দেখানো হচ্ছে। এই ছবিতে দাবী করাহচ্ছে যে শচীন তেন্ডুলকর বিজেপিকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন। পোষ্টারে পদ্মের চিহ্নও রয়েছে যার উপর ‘সাপোর্ট নমো’ লেখা রয়েছে এই ছবিতে […]