এ কথা সকলেই জানেন যে বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড আর তারা নিজেদের খেলোয়াড়দের এবং কোচিং স্টাফদের মোটা টাকা মাইনেও দেয়। অন্যদিকে ঘরোয়া স্তরে ব্যবহৃত ভিজেডি মেথড নিয়ে একটা চমকে দেওয়ার মতো কথা সামনে এসেছে যে বিসিসিআই সেই ব্যক্তিকে গত ১০ বছর ধরে একটিও টাকা দেয়নি আর খোলাখুলি এই মেথডের ব্যবহার করছে। ভিজেডি মেথড কি? […]