সারা বিশ্বই এই মুহূর্তে করোনা ভাইরাসের আওতায় চলে এসেছে। বিশ্বের প্রায় সমস্ত দেশ করোন ভাইরাসের সঙ্গে লড়াই করছে। করোনার বেড়ে চলা প্রকোপের কারণে পুরো জগতকে লকডাউনে থাকতে হচ্ছে। এর প্রভাব সব জায়গায় সব ক্ষেত্রে দেখা যাচ্ছে। করোনার বন্দী দশায় ক্রিকেটাররা এভাবে কাটাচ্ছেন নিজেদের অবসর এই কারণে খেলার মাঠও খালি পড়ে রয়েছে, অন্যদিকে খেলোয়াড়রাও নিজেদের বাড়িতে […]