বিশ্বকাপ ২০১৯এর ফাইনাল ম্যাচ ইংল্যান্ড টিম জিতে নেয় আর প্রথমবার বিশ্বকাপ জয়ী হয়ে যায়। এই ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যাণ্ড ২৪১ রান করেছিল আর ইংল্যান্ড দলও ২৪১ রানই করতে পেরেছিল। ম্যাচ টাই হয়ে যায় আর সুপার ওভারে চলে যায়, কিন্তু সুপার ওভারেও দুই দল ১৫ রানই করতে পারে, ইংল্যান্ডের দল এই ম্যাচে সুপার ওভার মিলিয়ে […]