IPL 2021: আরসিবি প্লে অফে পৌঁছবে কি না, গৌতম গম্ভীর দিলেন জবাব

আরসিবির আইপিএল ইতিহাস তেমন বিশেষ কিছুই নয়। এই দল একবারও আইপিএল খেতাব জিততে পারেনি। তবে আইপিএল ২০২১ এ এই দলকে নতুন অবতারে দেখা যাবে। এই মরশুমে দলে গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল ক্রিশ্চান, রজত পাটিদার আর কাইলি জ্যামিসনের মতো কিছু খেলোয়াড়ের প্রবেশ ঘটেছে, যাতে এই দলকে এই মরশুমের খেতাব জেতার প্রবল দাবিদার মনে করা হচ্ছে। গৌতম গম্ভীর […]