প্রথমে ধোনির বায়োপিক এবং পরে শচীন তেন্ডুলকরের ডকুমেন্টরির দুরন্ত সাফল্য, তারপর থেকেই সকলেই অপেক্ষা করে রয়েছে তাদের প্রিয় ক্রিকেটারের আরও বেশি বেশি করে বায়োপিক দেখা জন্য। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী ফ্যানেদের আর বেশি অপেক্ষা করতে হবে না। কারণ যদি সাম্প্রতিক খবরে বিশ্বাস করা যায় তাহলে বলিউডের বিখ্যাত প্রোডাকশন হাউস বালাজি এএলটি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ […]