অ্যাম্পায়ারের ভুলে হারলেন কোহলি,ক্ষুব্ধ তারকারা অ্যাম্পায়ার আর বিসিসিআইকে দিলেন এই পরামর্শ

আইপিএলের এই মরশুম এখনো পর্যন্ত বিতর্কে ভরা থেকেছে। প্রথমে অশ্বিন দ্বারা বাটলারকে মাঙ্কেডিং করা তারপর চেন্নাইয়ের পিচে হওয়া বিতর্ক বা ফের ওভার থ্রোতে বল বাউন্ডারি হয়ে যাওয়ায় অশ্বিনের খেলা থামিয়ে দেওয়া। এখন এই বিতর্কের তালিকায় আরো একটি বিতর্ক জুড়ে গিয়েছে। এবার মামলা খারাপ অ্যাম্পারিংয়ের। মুম্বাইয়ের কাছে নয় অ্যাম্পায়ারের কাছে হারল বিরাটের দল আইপিএলের এই মরশুমের […]