এই মুহুর্তে বিশ্বজুড়ে গোলের চিৎকার শোনা যাচ্ছে। যেখানেই তাকানো যাক সেখানেই প্রত্যেকে ফুটবলের গোল নিয়ে কথা বলছে। এমনটা বলা যেতে পারে যে বর্তমানে সকলেই ফুটবল জ্বরে আক্রান্ত। রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের জ্বর সমস্ত ক্রীড়া জগতের মাথায় চড়ে বসেছে। আর তা থেকে ভারতও কিভাবে পেছিয়ে থাকতে পারে। ভারতেও দেখা দিয়েছে ফুটবল জ্বর যতই ফিফা বিশ্বকাপে ভারতের দল […]