বুধবার ৭ অক্টোবর আইপিএল ২০২০-র ২১তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের দল চেন্নাই সুপার কিংসকে ১০ রানে হারিয়ে দিয়েছে। এই ম্যাচের পর পয়েন্টস টেবিলেও যথেষ্ট উলটফের হয়েছে আর আমরা আপনাদের এই বিশেষ প্রতিবেদনে পয়েন্টস টেবিলের ব্যাপারেই জানাব। তৃতীয় নম্বরে পৌঁছলো কেকেআর এই ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের দল চতুর্থ স্থানে ছিল, কিন্তু এই […]